বরগুনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটারদের গুলি করার হুমকি, থানায় অভিযোগ

অভিযোগকারী সাধারণ সদস্যপ্রার্থী বাবুল আক্তার
ছবি: সংগৃহীত

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া এক সাধারণ সদস্য প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা থেকে ফেরার পথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটারদের গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বেতাগী উপজেলার (৪ নম্বর ওয়ার্ড) সাধারণ সদস্য পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী নাহিদ মাহমুদ ওরফে লিটুর বিরুদ্ধে এ অভিযোগ করেন হাতি প্রতীকের সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া বাবুল আক্তার। এ ঘটনায় আজ শুক্রবার বেতাগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার হোসনাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে মোকামিয়া এলাকায় পৌঁছালে আমার কয়েকজন ভোটারকে লিটু গুলি করার হুমকি দেন। আমার ভোটাররা তখন পরিস্থিতি খারাপ হওয়ার আগে ওই স্থান ত্যাগ করে চলে আসেন। এ ঘটনায় আমি ও আমার ভোটারদের জীবনের নিরাপত্তা চেয়ে আজ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

অভিযোগ অস্বীকার করে নাহিদ মাহমুদ প্রথম আলোকে বলেন, সুষ্ঠু তদন্ত করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে। বাবুল নির্বাচনের শুরু থেকেই নানা কৌশলে ভয়ভীতি দেখিয়ে তাঁর ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি (নাহিদ) যেখানেই প্রচারণায় যান, সেখানে কেন বাবুলের লোকজন তাঁকে অনুসরণ করেন? এ নিয়ে গত পরশু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

নাহিদ মাহমুদ আরও বলেন, ওই জিডির পাল্টা জবাব হিসেবে তিনি মিথ্যা অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা তাঁকে শোকজ করেছেন বলে তিনি জানান।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বলেন, সদস্য প্রার্থী বাবুল আক্তার তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাহিদ মাহমুদ ওরফে লিটুর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।