পদ্মা রেলসেতু প্রকল্পের শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, পা লেগেছিল মাটিতে

ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পে কর্মরত নূর ইসলাম (৩৫) নামের এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের পাশে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকার একটি আকাশমণিগাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হলেও মৃতের পা মাটিতে লেগেছিল বলে পুলিশ জানিয়েছে।

পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পে কর্মরত শ্রমিকেরা বামনকান্দা এলাকার একটি বাড়িতে মেস করে বসবাস করতেন। লাশ উদ্ধার হওয়া নূর ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার পরানপুর বেলে মাঠপাড়া মহল্লা বাসিন্দা।

নূর ইসলামের স্ত্রী শিরিনা বেগম জানান, ৯ মাস আগে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের শ্রমিক হিসেবে তাঁর স্বামী কাজে যোগ দেন। প্রায় ৯ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে জান্নাতুল (৮) ও তাসলিমা (৩) নামের দুটি মেয়ে আছে।

শিরিনা বেগম প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে বিকাশের মাধ্যমে টাকা পাঠান তাঁর স্বামী। রাত ১০টার দিকে তাঁর সঙ্গে কথা হয়। তখন তিনি জানান, পাওনা টাকা নিতে কারও সঙ্গে দেখা করতে যাচ্ছেন। টাকা পেলে আজ বাড়িতে আসার কথা ছিল তাঁর। রাত একটার দিকে তিনি স্বামীকে কল দিলে জানান, তিনি (নূর ইসলাম) বিপদে আছেন। এ সময় তিনি মেয়েদের সঙ্গেও কথা বলেন। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পান। তিনি অভিযোগ করে বলেন, তাঁর স্বামীকে শত্রুতা করে কেউ হত্যা করেছেন।

নূর ইসলামের মা নুরজাহান বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে মরতে পারে না। তাকে কেউ হত্যা করেছে।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হলেও মৃতের পা মাটিতে ছিল। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।