ফরিদপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দুজনের বিরুদ্ধে মানহানির মামলা

প্রবীর সিকদার ও যশোদা জীবন দেবনাথছবি: সংগৃহীত

ফরিদপুরে বাংলা ৭১ পত্রিকার সম্পাদক প্রবীর সিকদার (৬০) ও জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক যশোদা জীবন দেবনাথের (৫০) বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।

ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতে আজ বৃহস্পতিবার দুপুরে পাঁচ কোটি টাকার মানহানির অভিযোগে মামলাটি করেছেন শহরের পূর্ব খাবাসপুর মহল্লার বাসিন্দা শামীম হোসেন (৫০)।

ওই আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। বাদীপক্ষের আইনজীবী বিশ্বজিৎ গাঙ্গুলী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে ১৮৬০ সালের দণ্ডবিধি ২৯৫ (ক) ৫০১/৫০৪/৫০৫/১০৯/৩৪ ধারায় অভিযোগ প্রাথমিকভাবে যথার্থ প্রতীয়মান হওয়ায় প্রবীর সিকদার ও যশোদা জীবন দেবনাথের বিরুদ্ধে সমন জারি করেন। বিচারক মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৯ জুলাই ধার্য করেন।

মামলার বিষয়ে জানতে চাইলে সাংবাদিক প্রবীর সিকদার প্রথম আলোকে বলেন, ‘আমি কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিইনি। যিনি মামলা করেছেন, তিনি আমার বক্তব্যের মূল সত্য বুঝতে না পেরে এ মামলা করেছেন। আমি হিন্দু ধর্মাবলম্বী। আমি সনাতন ধর্মকে যেমন মর্যাদা দিই, ইসলামসহ অন্যান্য ধর্মকেও সমান মর্যাদার চোখে দেখি।’

মামলার এজাহারে বলা হয়, প্রবীর শিকার সম্প্রতি তাঁর ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাস ইসলাম ধর্মের প্রতি চরম অবমাননাকর। এর প্রতিবাদে ফরিদপুরে ইসলাম ধর্মের অনুসারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। প্রবীর সিকদারের ওই স্ট্যাটাস সমর্থন করে একটি স্ট্যাটাস দেন যশোদা জীবন দেবনাথ, যা উসকানিমূলক।

এজাহারের শেষ পর্যায়ে বাদী বলেন, ‘যেহেতু আমি একজন মুসলিম, সেহেতু আসামির স্ট্যাটাসে আমার ও মুসলিম জাতির মানহানি হয়েছে, যার পরিমাণ পাঁচ কোটি টাকা। কিন্তু অর্থের দ্বারা পূরণীয় নয় বিধায় মামলা দায়ের করিলাম।’