বাগেরহাটে সুপারি চুরির অভিযোগ নিয়ে তর্কের জেরে একজন খুন

বাগেরহাট জেলার মানচিত্র

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তাঁর ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার জয়ডিহি দাইরেঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামিল সরদারের (৫০) বাড়ি উপজেলার জয়ডিহি দাইরেঘাটা গ্রামে। আহত হয়েছেন জামিলের ভাই দেলোয়ার হোসেন সরদার ও সবুজ সরদার। তাঁদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিরা হলেন নিহত জামিল সরদারের চাচাতো ভাই ইসরাইল সরদার ও তাঁর ছেলে রইস সরদার। ঘটনার পর থেকে তাঁরা দুজনই পলাতক।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত জামিল সরদার আজ ভোরে তাঁর চাচাতো ভাই ইসরাইলের কাছে অভিযোগ নিয়ে যান, তাঁর ছেলে রইস তাঁদেরই এক স্বজনের গাছ থেকে সুপারি চুরি করেছে। সেখানে এ নিয়ে বাগ্‌বিতণ্ডা থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আহত দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আজ ফজরের নামাজের পরপর আমরা এলাকার কয়েকজন ইসরাইল চাচার কাছে তাঁর ছেলের চুরির বিষয় নিয়ে অভিযোগ জানাতে যাই। এ সময় তিনি উল্টো আমাদের চোর বলে গালাগালি করেন। পরে আমাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তখন তিনি লাঠি দিয়ে মারতে শুরু করেন এবং তাঁর ছেলে রইস সরদার এসে চায়নিজ কুড়াল দিয়ে আমাদের কোপায়। তখন আমার ভাই জামিল মাটিতে পড়ে যান। সেখান থেকে জামিলকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম। তিনি বলেন, সুপারি চুরি নিয়ে চাচাতো ভাইদের মধ্যে কথা-কাটাকাটির জেরে ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি।