খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

মো. আতাউর রহমান (ওপরে বাঁয়ে) ও আবদুল মান্নান। মিরাজুর রহমান (নিচে বাঁয়ে) ও ইস্তিয়াক আহম্মেদ
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খুলনা মহানগর ও জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুকের ভেরিফায়েড পেজে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।

তিন সদস্যবিশিষ্ট কমিটির খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হয়েছেন মিরাজুর রহমান মিরাজ, সদস্যসচিব খুলনা মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইস্তিয়াক আহম্মেদ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মুন্তাসির আল মামুন। গত ১১ আগস্ট স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর ও জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই আংশিক কমিটি অনুমোদন দেন। ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রুনু এবং সদস্যসচিব করা হয়েছে খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল মান্নান মিস্ত্রিকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা জেলা ইউনিটসহ চট্টগ্রাম মহানগর, কুমিল্লা উত্তর জেলা, চাঁদপুর জেলা, বাগেরহাট জেলা, মাগুরা জেলা, মেহেরপুর জেলা, পঞ্চগড় জেলা, সৈয়দপুর (সাংগঠনিক) জেলা, বরগুনা জেলা, ঝালকাঠি জেলা, পিরোজপুর জেলা ও ভোলা জেলার আংশিক আহ্বায়ক কমিটির নেতাদের নামও প্রকাশ করা হয়েছে।