বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মো. নুরু মিয়া (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

এ সময় নুরু মিয়ার ব্যবহৃত মুঠোফোনটি জব্দ করা হয়। নুরু মিয়া মোহনগঞ্জের বাহাম গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

জানতে চাইলে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর একাধিক ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করেন নুরু মিয়া। এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে পৌরশহরের কাজিহাটি গ্রামের ছাত্রলীগ নেতা সামিউল বাসির বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ভোরে অভিযান চালিয়ে নুরু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।