র‍্যাবের ওপর হামলা হয় মাইকে ঘোষণা দিয়ে

র‍্যাব সদস্যদের মাইক্রোবাসে হামলা করছেন কয়েকজন ব্যক্তি। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে থাকা র‍্যাব সদস্যদের ওপর হামলা হয় মাইকে ঘোষণা দিয়ে। হামলায় অন্তত ৪০০ থেকে ৫০০ জন অংশ নেন বলে জানিয়েছে র‍্যাব। গতকাল সোমবার সন্ধ্যায় জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনাটি ঘটে। এ সময় মোতালেব হোসেন ভূঁইয়া নামের এক র‍্যাব কর্মকর্তা নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত তিন র‍্যাব সদস্য।