নড়াইলে তাপপ্রবাহে শ্রেণিকক্ষে জ্ঞান হারাল ৬ শিক্ষার্থী

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ছয়জন জ্ঞান হারায়। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পাঠদান চলাকালে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।

ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনিন্দ্য কুমার সরকার জানান, বেলা সাড়ে ১১টার দিকে দিকে ক্লাস চলাকালে তীব্র তাপপ্রবাহে বিদ্যালয় শাখার ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্য দুই ছাত্রী এবং চার ছাত্র অচেতন হয়ে পড়ে। এ ছাড়া অন্তত ছয় শিক্ষার্থীর বমি, মাথা ঘোরাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়।

অনিন্দ্য কুমার বলেন, এরপর তাদের মাথায় পানি ঢালাসহ প্রাথমিক চিকিৎসা দিলেও সুস্থ না হওয়ায় স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসককে ডাকা হয়। তিনি এসে চিকিৎসা দিলে শিক্ষার্থীরা সুস্থ হয়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করা হয়।

ইতনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফজলুর রহমান বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। সবার হার্টবিট বেশি ছিল, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিক্ষার্থীদের অবিভাবকদের কাছে পাঠাতে শিক্ষকদের পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন

নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি জানার পরপরই ওই প্রতিষ্ঠান ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।