উখিয়ায় পাহাড় কাটার সময় রোহিঙ্গা শ্রমিক নিহত

কক্সবাজার জেলার মানচিত্র

পাহাড় কাটার সময় কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা ঢালারমুখ এলাকায় এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ আলম (৩৬)। তিনি উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি ব্লকের বাসিন্দা।

স্থানীয় লোকজন বলেন, দীর্ঘদিন ধরে পশ্চিম মরিচ্যা এলাকার খুইল্লা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন বড় একটি পাহাড় কেটে মাটি পাচার করে আসছিলেন। প্রতিদিনের মতো পাহাড় কাটার সময় গতকাল বিকেল পাঁচটার দিকে পাহাড়টির একটি অংশ ধসে পড়ে ঘটনাস্থলে মোহাম্মদ আলম মারা যান।

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে পশ্চিম মরিচ্যার ঢালারমুখ এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা চলছে। বন বিভাগ ও প্রশাসনকে বারবার বলার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। গতকাল পাহাড় কাটার সময় পাহাড়ের একটি অংশ ধসে পড়ে ওই রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

বন বিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আবদুর রশীদ বলেন, বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দেলোয়ার নামের এক ব্যক্তি শ্রমিক হিসেবে রোহিঙ্গাদের ব্যবহার করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ সম্পর্কে জানতে দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, নিহত রোহিঙ্গা শ্রমিক ১৭ নম্বর আশ্রয়শিবিরের বাসিন্দা। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২০ জানুয়ারি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের কাসেম মার্কেট এলাকায় পাহাড়ের মাটি কাটতে গিয়ে মো. মোসলেম উদ্দিন নামের আরেক যুবক মারা গিয়েছিলেন।