ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগপন্থী প্যানেলের জয়

মোয়াজ্জেম হোসেন ও আবুল কালাম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বেশির ভাগ পদে জয় লাভ করেছেন। মোট ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয় লাভ করেছেন সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীরা। বাকি ছয়টি পদে জয় পেয়েছেন বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা।

গতকাল রোববার ময়মনসিংহ শহরের আদালত পাড়ায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুল হক নির্বাচনের ফল ঘোষণা করেন।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, সভাপতি পদে ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী মোয়াজ্জেম হোসেন। সাধারণ সম্পাদক পদে ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের আবুল কালাম। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল হক পেয়েছেন ৩৯২ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল হক পেয়েছেন ৩৮৩ ভোট।

মোট ৯৪৪ ভোটারের মধ্যে ৮৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ সকালে নির্বাচনের ফলাফল ঘোষণার পর নির্বাচিত সভাপতি মোয়াজ্জেম হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।