তিন বছর পর একুশ ফিরল চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে
ফুল হাতে সারিবদ্ধভাবে এগিয়ে আসছেন নানা শ্রেণি-পেশার মানুষ। সবার কণ্ঠে কালজয়ী গান—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। এরপর জাতির সূর্যসন্তানদের স্মরণ করে শহীদবেদিতে ফুল দেন তাঁরা। তিন বছর পর আবারও একুশের প্রথম প্রহরে চিরচেনা এই রূপ ফিরে এসেছে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে।
এর আগে সবশেষ এমন দৃশ্য দেখা গিয়েছিল ২০২১ সালে। ওই বছরের ডিসেম্বরে আধুনিকায়নের জন্য বিদ্যমান শহীদ মিনার ভেঙে ফেলার কাজ শুরু হয়েছিল। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নতুন শহীদ মিনারের কাজ শুরু হয়। নগরের কে সি দে সড়কের মুসলিম হল, গণগ্রন্থাগার (পাবলিক লাইব্রেরি) ও শহীদ মিনার নিয়ে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। সাংস্কৃতিক কমপ্লেক্স চালু না হলেও এ বছর থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে শহীদ মিনার।
এ বছর একুশের প্রথম প্রহরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুলিশের সশস্ত্র অভিবাদন দিয়ে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা। সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘বিজয়ের এত বছর পরও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়া দুর্ভাগ্যজনক। বিভিন্ন দোকান, শপিং সেন্টারগুলোতে দেখা যাচ্ছে ইংরেজি নামফলক। যেহেতু সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স দেয়, ফলে এসব প্রতিষ্ঠানের নামফলক যাতে বাংলা ভাষায় করা যায়, এমন একটা উদ্যোগ আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে নিতে পারি।’
সিটি মেয়রের পর একে একে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, পুলিশের উপমহাপরিদর্শক (চট্টগ্রাম রেঞ্জ) মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ, জেলা প্রশাসক ফরিদা খানম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুসহ সরকারি বিভিন্ন কর্মকর্তারা।
সরকারি কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদবেদিতে ফুল নিয়ে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। এ ছাড়া বিএনপিসহ বিভিন্ন দলের নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানান।