কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ইরাবতী প্রজাতির এ মৃত ডলফিনটি ভেসে এসেছে
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সৈকতে চার ফুট লম্বা ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন কুয়াকাটার জিরো পয়েন্টের পশ্চিম পাশে ডলফিনটি দেখতে পান। ডলফিনটির মাথা ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে।

কুয়াকাটার বাসিন্দা আবদুল জলিল জানান, দুপুরের জোয়ারে ডলফিনটি ভেসে এসেছে। এরপর ডলফিনটি তাঁরা দেখতে পান। ডলফিনটির পুরো শরীরের চামড়া উঠে গেছে। এর মাথা ও পেটের দিকে আঘাতের চিহ্ন রয়েছে।

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাক্টিভিটি পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ডলফিনটি হয়তো আঘাতের কারণে মারা যেতে পারে। কারণ, এর মাথা ও পেটের অংশে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। তবে কুয়াকাটা–সংলগ্ন বঙ্গোপসাগরে তিন-চার বছর ধরে যে হারে ডলফিন মারা যাচ্ছে, তা সত্যিই উদ্বেগজনক।

আরও পড়ুন

কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে ডলফিন রক্ষায় জেলেদের সচেতন করতে কাজ করছে ‘কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এর দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, তাঁরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও স্থানীয় মানুষের সহায়তায় মৃত ডলফিনটিকে উদ্ধার করে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রতিবছর কেন ডলফিন মারা যাচ্ছে, এর প্রকৃত কারণ উদ্ঘাটন করার জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছেন।