টেকনাফে ৪ কেজি আইস উদ্ধার

অভিযান চালিয়ে ৪ দশমিক ২২৯ কেজি আইস উদ্ধার করেছে বিজিবি
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় চার কেজির বেশি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া বরফকল ও বেড়িবাঁধ এলাকায় চোরা কারবারিদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে এসব আইস উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে আইসের একটি বড় চালান টেকনাফে পাচার করা হচ্ছিল। এমন খবরের ভিত্তিতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া বরফকল ও বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৪ দশমিক ২২৯ কেজি আইস উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, উদ্ধার করা মালিকবিহীন আইস বর্তমানে ব্যাটালিয়ন সদরের জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের পাশাপাশি উদ্ধার করা আইস ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।