বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া হানিফ পরিবহনের বাসটি। বৃহস্পতিবার রাত ৯টায় শিবচরের সূর্যনগর এলাকায়
ছবি: প্রথম আলো

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক শিশু, এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্যনগর এলাকায় এলে একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু-নারীসহ তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ২০ জন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

বাসটি শিবচরের সূর্যনগর এলাকায় এলে একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় উল্টে পড়ে রয়েছে ট্রাকটি। বৃহস্পতিবার রাত ৯টায় শিবচরের সূর্যনগর এলাকায়
ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শী উজ্জ্বল হোসেন প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে। আর বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। আহত হয়েছেন অনেক যাত্রী।’

বেসরকারি পাঁচ্চর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন বাসের আহত যাত্রী শামীম হোসেন প্রথম আলোকে বলেন, ‘বাসটি ট্রাককে ওভারটেক করতে যায়। তখন বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে কী থেকে যে কী হয়ে গেল বুঝলাম না।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘বাসটি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’