কিশোরগঞ্জে মাঝরাতে এলজিইডি কার্যালয়ে অগ্নিকাণ্ড

কিশোরগঞ্জ শহরের রেলস্টেশনের পাশে এলজিইডি কার্যালয়ে গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে হঠাৎ আগুন ধরে যায়
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে জেলা শহরের রেলস্টেশনের পাশে ওই কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। পরে ভোর চারটার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারি বলেন, গতকাল রাত দুইটার দিকে আগুন লাগার খবর পান। পরে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এস হোসেন আকাশ নামের একজন স্বেচ্ছাসেবক আহত হয়েছেন।

কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম বলেন, রাতে হঠাৎ ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত। বারান্দার তার (কেব্‌ল) পুড়ে যাওয়াসহ কিছু ক্ষতি হয়েছে। তবে ভবনের বিভিন্ন কক্ষের ভেতরে থাকা নথিপত্র সবই অক্ষত রয়েছে। অগ্নিকাণ্ডে তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়তো বারান্দায় আগুন লেগেছিল।