যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে লেখা—‘কোনো কিছু তদন্ত করা লাগবে না’
সিলেট নগরের ভাতালিয়া এলাকা থেকে শাহীন আহমদ (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘...কোনো কিছু তদন্ত করা লাগবে না। যদি পারা যায় পোস্টমর্টেম (ময়নাতদন্ত) ছাড়া আমাকে আমার মায়ের কবরের পাশে দাফন করা হয় যেন।’
গতকাল সোমবার সন্ধ্যায় সিলেট নগরের ভাতালিয়া এলাকার ৫০ নম্বর বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। শাহীন আহমদ ওই এলাকার প্রয়াত হিরণ মিয়ার ছেলে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে। উদ্ধার হওয়া চিরকুটের লেখা শাহীনের কি না, যাচাই করে দেখছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহীন আহমদ রাইড শেয়ারিং মোটরসাইকেল চালাতেন। তিন ভাই, তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। দুই বোনের সঙ্গে ভাতালিয়া এলাকার ওই বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নিজ ঘরে শাহীনের ঝুলন্ত লাশ দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শাহীনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় জামার পকেট থেকে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘আমি শাহীন আহমদ। নিজ ইচ্ছায় কাহার উপর রাগ বা গোস্বা করিয়া আত্মহত্যা করি নাই। আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। পুলিশ প্রশাসনেরও কোনো কিছু তদন্ত করা লাগবে না। যদি পারা যায় পোস্টমর্টেম (ময়নাতদন্ত) ছাড়া আমাকে আমার মায়ের কবরের পাশে দাফন করা হয় যেন। ইতি সবার অবাধ্য শাহীন আহমদ।’
শাহীনের বড় ভাই মুহিব উদ্দিন বিয়ের পর স্ত্রীকে নিয়ে সিলেট নগরের শামীমাবাদ এলাকায় আলাদা বাসায় থাকেন। তিনি প্রথম আলোকে বলেন, বাবা মারা গেছেন প্রায় আট বছর আগে। মা মারা গেছেন প্রায় তিন বছর হয়। ভাইবোনদের মধ্যে শাহীন এবং দুই বোন একসঙ্গে সিলেট নগরের ভাতালিয়া পৈতৃক বাসায় থাকতেন। তাঁরা তিনজনই অবিবাহিত। আরেক ভাই শামীম আহমদ গাড়িচালক, তিনি ফেনীতে বিয়ে করেছেন। সেখানে তাঁর পরিবার রয়েছে। সিলেটে শামীমও আলাদা বাসায় থাকেন। সপ্তাহে ফেনীতে যাওয়া-আসা করেন।
মুহিব উদ্দিন বলেন, আলাদা থাকলেও ভাই ও বোনকে দেখাশোনা করতে ভাতালিয়া এলাকার ওই বাসায় যাওয়া-আসা করেন। রমজানের আগেও তিনি ভাই শাহীনকে জিজ্ঞাসা করেছিলেন বাজারসদাই করেছেন কি না। টাকাপয়সা লাগবে কি না। সে সময় শাহীন বলেছিলেন, বাজার করেছেন এবং টাকা লাগবে না। গত রোববারও শাহীনের সঙ্গে তাঁর কথা হয়েছিল। সে সময়ও তিনি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন কিংবা তেমন কিছু দেখেননি। ময়নাতদন্ত শেষে নগরের ভাতালিয়া এলাকার কবরস্থানে শাহীনের দাফন করার কথা রয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া চিরকুট শাহীনের লেখা কি না, তা যাচাই করা হবে। এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।