মেরিন ড্রাইভে পর্যটকবাহী জিপের ধাক্কায় নারীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী জিপের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সড়কের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহত ওই নারীকে ওই জিপে করেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ওই নারীর মৃত্যুর পর চালক জিপটি ফেলে পালিয়ে যান। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে পুলিশ জিপ গাড়িটি জব্দ করে। তবে চালককে আটক করা যায়নি।

মারা যাওয়া ওই নারীর নাম খদ বানু (৬৫)। তিনি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার বাসিন্দা মৃত ফজল আহমদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, বৃহস্পতিবার বিকেলে মেরিন ড্রাইভ সড়কে একটি অটোরিকশা থেকে নেমে সড়ক পার হচ্ছিলেন খদ বানু। এ সময় পর্যটকবাহী জিপ গাড়িটি তাঁকে ধাক্কা দেয়। সেখানে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন জিপটিকে আটকে ওই গাড়িতে করেই আহত নারীকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। এরপর গাড়িচালক কৌশলে ওই নারীকে হাসপাতালে না নেওয়ার জন্য গাড়ি খারাপ হওয়ার অজুহাত দিয়ে হাসপাতালের পার্শ্ববতী কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের পাশে গিয়ে গাড়িটি থামিয়ে দেন। পরে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই নারীকে হাসপাতালে পাঠান।

একজন পথচারী বিষয়টি লক্ষ করে ৯৯৯–এ ফোন দেন উল্লেখ করে পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে গাড়িটি জব্দ করে। তবে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।