সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় পটুয়াখালীতে ছাত্রলীগের ৫ নেতা বহিষ্কার

ছাত্রলীগের লোগো

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছাত্রলীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ছাত্রলীগের বহিষ্কৃত নেতারা হলেন মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব আহম্মেদ (সানি), আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেল্লাল সিকদার, সহসভাপতি মাসুম বিল্লাহ, সজীব মল্লিক ও দেউলী সুবিদখালী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নুরুল হক।

আরও পড়ুন

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে জেলা ছাত্রলীগের বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বহিষ্কৃত নেতারা নিজ নিজ ফেসবুক থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন।

তবে এমন অভিযোগ মানতে রাজি নন বহিষ্কৃত নেতারা। মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব আহম্মেদ সানি প্রথম আলোকে বলেন, ‘আমি সাঈদীর মৃত্যুতে আমার ফেসবুক প্রোফাইল থেকে কোনো স্ট্যাটাস দিইনি। কিন্তু কে বা কারা আমার ফেসবুক পেজের স্ক্রিনশট নিয়ে সাঈদীর মৃত্যুতে একটি পোস্ট তৈরি করে ছড়িয়ে দিয়েছে। আমি এ ব্যাপারে মির্জাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি। জেলা ছাত্রলীগের নেতারা এটি যাচাই-বাছাই না করেই আমাকে বহিষ্কার করেছেন। আমি এর সঠিক তদন্ত চাই।’

সাঈদীর বিষয়টি এড়িয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের ওই নেতারা সংগঠন পরিপন্থী কাজে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে। তবে তদন্তে নির্দোষ প্রমাণিত হলে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে।