আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া স্কুলছাত্র তানভীর হাসান
ছবি:সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তানভীর হাসান (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

আজ রাতে সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম স্কুলছাত্র তানভীর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তানভীর উপজেলার আড়াইপাড়া গ্রামের জার্মানপ্রবাসী সোহেল রানার ছেলে। সে সখীপুর পি এম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে তাঁর মায়ের সঙ্গে  সখীপুর উপজেলা শহরে ভাড়া বাসায় থাকত।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া আর্জেন্টিনার সমর্থক তানভীর হাসান কাঁচা বাঁশ দিয়ে ওই দেশের পতাকা টানাতে গিয়ে ভাড়া বাসার চারতলায় যায়। সেখানে কাঁচা বাঁশটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তানভীরের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।