রাঙামাটিতে অটোরিকশার ভাড়া বাড়ল ২৫ শতাংশ, ২৪ টাকার ভাড়া ৩০ টাকা

জ্বালানির মূল্যবৃদ্ধিতে অটোরিকশার ভাড়া ২৫ শতাংশ বাড়ানো হয়েছে
ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর রাঙামাটিতে অটোরিকশার ভাড়া ২৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, অটোরিকশার ৮ টাকার ভাড়া ১০ টাকা, ১০ টাকার ভাড়া ১৩ টাকা, ১২ টাকার ভাড়া ১৫ টাকা, ১৫ টাকার ভাড়া ১৯ টাকা, ২০ টাকার ভাড়া ২৫ টাকা ও ২৪ টাকার ভাড়া ৩০ টাকা করা হয়েছে।

এর আগে জ্বালানির মূল্যবৃদ্ধির পর গতকাল শনিবার সকাল থেকে রাঙামাটি শহরে অটোরিকশা চলাচল বন্ধ করে দেন চালকেরা। তেলের দাম বাড়ায় কোনো ঘোষণা ছাড়াই শহরের দুটি অটোরিকশা চালক সমিতি অটোরিকশা চলাচল বন্ধ রাখে। রাঙামাটিতে অভ্যন্তরীণ চলাচলের অন্যতম মাধ্যম অটোরিকশা বন্ধ করে দেওয়ায় অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে। ভাড়া বাড়ানোর পর আজ বিকেল থেকে শহরে অটোরিকশা চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মামুন আল মিয়া, রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, আদিবাসী যান্ত্রিক চালক সমিতির সভাপতি বিভাস দেওয়ান, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

রাঙামাটি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা ৫২ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলাম। জানিয়েছিলাম তিনজনের বেশি যাত্রী নেব না। কিন্তু প্রশাসন আমাদের প্রস্তাব রাখেনি। শুধু ২৫ শতাংশ ভাড়া বাড়িয়েছে। চালকেরা এই ভাড়া দিয়ে পরিবার-পরিজন নিয়ে কীভাবে চলবেন, তা বুঝতে পারছি না। আপাতত অটোরিকশা চালানোর ঘোষণা দিয়েছি।’

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে রাঙামাটিতে অটোরিকশায় পাঁচজন যাত্রী নিয়ে চলাচল করলে চালকেরা কত টাকা পাবেন, সেই অনুযায়ী ভাড়া সমন্বয় করা হয়েছে। অটোরিকশায় তিনজন যাত্রী পরিবহনের ব্যাপারে চালকদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু তাঁরা পাঁচজন যাত্রী বহন করে যাচ্ছেন, এ জন্য এভাবে সমন্বয় করা হয়েছে। সেই হিসাবে অটোরিকশায় ২৫ শতাংশ ভাড়া বেড়েছে।