গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু সন্তানসহ মা–বাবা নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বর ঘাট গ্রামের মো. জাহিদুল ইসলাম (৩৫), তাঁর স্ত্রী নাসরিন নাহার (৩০) ও তাঁদের ১২ বছরের ছেলে মো. হুরাইরা। অপরজন হলেন গাজীপুরের মাওনার কেউরা এলাকার শফিকুল ইসলাম (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বড়চালা এলাকায় মাওনামুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী মারা যান। আহত হন আরও তিনজন। আহত ব্যক্তিদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা রিপন হোসেন বলেন, কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে অনেক বাঁক থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত কয়েক মাসে এ সড়কে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মোহাম্মদ সুরুজ উজ জামান বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।