মিষ্টি আর ফুল নিয়ে ওসিকে শুভেচ্ছা জানালেন পটিয়ার সংসদ সদস্য

খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ ও চট্টগ্রাম ১২(পটিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছেছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের একটি থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী। সঙ্গে নিয়ে এলেন নানা স্বাদের মিষ্টিও। গত শুক্রবার নগরের খুলশী থানায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন লোকজন। এমনকি খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ তাঁর ফেসবুকে ছবিসহ বিষয়টি পোস্ট দেন। পরে তিনি তা সরিয়ে নেন।

ডিলিট করে দেওয়া ওই পোস্টে ওসি লিখেছিলেন, ‘তিনি চট্টগ্রামের পটিয়া আসন হতে নির্বাচিত সাংসদ (সংসদ সদস্য), তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়ায় কাজ করার সুবাদে কাছ থেকে এই নিরহংকার মানুষটিকে অবলোকন করেছি। একদম সাদামাটা যাপিত জীবনের অধিকারী। কথাকে বাস্তবে রূপ দিতে নিজের অবস্থান ভুলে আমাকে দেখতে চলে আসলেন খুলশী থানায়। সাথে নিয়ে আসলেন মিষ্টি ও ফুল, তারপর শুভেচ্ছা পর্ব। এই সরল মহৎপ্রাণ সাংসদের জন্য শুভকামনা, পটিয়ার জন্য শুভকামনা।’

সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর নির্বাচনী এলাকা পটিয়া। সংসদ সদস্য হয়ে নগরের একটি থানার ওসিকে ফুল দিতে আসার ঘটনায় অনেকে অবাক হয়েছেন।

জানতে চাইলে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ আজ শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি কোনো দোষের নয়। এতে কারও ফাঁসি হয়ে যাবে না। এখানে আইনের কোনো ব্যত্যয় দেখছি না।’

সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী আজ রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি যাইনি। ওসি আমাকে ফুল দিতে এসেছেন। থানায় ফুল দেওয়ার ছবির বিষয়টি উল্লেখ করা হলে সংসদ সদস্য বলেন, আমার দক্ষিণ খুলশীর বাসায় ওসি এসেছেন।’
একজন সংসদ সদস্য হয়ে থানার ওসিকে ফুল দিতে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন লোকজন।