পাথরঘাটা কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা, একাংশের বিক্ষোভ
বরগুনার পাথরঘাটা কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঘোষণা করার পর আজ রোববার দুপুর ১২টায় পাথরঘাটা পৌর শহরে আনন্দমিছিল হয়েছে। একই সময় কমিটি ঘোষণার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের একাংশ। পরে বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেছে তারা।
বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওরফে রনি স্বাক্ষরিত পাথরঘাটা কলেজ ছাত্রদলের ওই কমিটি গতকাল শনিবার অনুমোদন দেওয়া হয়। ১১ সদস্যের নতুন কমিটিতে রিয়ান আহমদ ওরফে ফাহাদকে সভাপতি ও গাজী রিয়াদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত দিনে পাথরঘাটা বিএনপি কার্যালয় ও রাজপথ যাঁদের পদচারণ ছিল, তাঁদের ওই কমিটিতে অবমূল্যায়ন করা হয়েছে। অনতিবিলম্বে কলেজ ছাত্রদলের কমিটিতে রাজিব সরকার ও মুনিম ইসলামের নেতৃত্বে কমিটি চান তাঁরা। মিছিল থেকে বরগুনা জেলা ছাত্রদলের নেতৃত্বে তদন্ত কমিটি করে আবার কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণার দাবি জানানো হয়।
এদিকে আনন্দমিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা জানান, পাথরঘাটা কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রদলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে যাঁরা কলেজ ছাত্রদল ও রাজপথে ছিলেন, তাঁদের মধ্যে রিয়ান আহমদকে সভাপতি ও গাজী রিয়াদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করায় ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে। তবে ছাত্রদলের আরও যাঁরা ত্যাগী নেতা-কর্মী আছেন, তাঁরা পৌর কমিটি ও উপজেলা ছাত্রদলে স্থান পাবেন।
জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক প্রথম আলোকে বলেন, ‘বরগুনার অন্য যেকোনো উপজেলার চেয়ে পাথরঘাটায় আমাদের সংগঠন খুবই শক্তিশালী। তাই ওখানে যোগ্য নেতাও অনেক বেশি। তবে যাঁদের কমিটির নেতৃত্ব দেওয়া হয়েছে, তাঁরাও যোগ্য। তবে যাঁরা নেতৃত্ব পাননি, তাঁদেরকে সামনে রেখে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে, যা ছাত্রদলের জন্য কাম্য নয়।’