চট্টগ্রামে সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ আ.লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম সিটি করপোরেশনের এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সলিম উল্লাহ বাচ্চুসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার অন্য ব্যক্তিদের মধ্যে বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ওমরগনি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেফায়েত মোহাম্মদ তারেক, পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক জামশেদ আলম ও ২৭ নম্বর ওয়ার্ড ক ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া রয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যায় সাবেক কাউন্সিলর সলিম উল্লাহকে লাভ লেন থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত সোমবার রাতে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত চার দিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৮৭। থানা ভাঙচুর, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা মামলার এজাহারভুক্ত আসামি।
গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে হুমকি, অবৈধ অস্ত্র প্রদর্শন, গুলি করে হত্যা, মারধরের বিভিন্ন অভিযোগ রয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এসব অভিযোগে নগরের বিভিন্ন থানা ও আদালতে অন্তত ৩০টি মামলা হয় বলে জানিয়েছে পুলিশ।