খুলনায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু
খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনিমা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। অনিমার বাবার বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলায়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন চিকিৎসক খান আহমেদ ইশতিয়াক বলেন, বেশ কিছুদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর নানা জটিলতা নিয়ে ৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনিমাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১০টার দিকে সে মারা যায়।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে জানা যায়, গত জানুয়ারি থেকে খুলনা বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতাল মিলে ৪৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এর মধ্যে বর্তমানে ৫৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ৩৭০ জন রোগী সুস্থ হয়েছেন। ডেঙ্গুতে মারা গেছেন তিনজন। তাঁরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। চলতি বছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মোট ৫৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ৮ জন।