বর্তমান সরকার ক্ষমতায় না থাকলে পুলিশ সুপারদের (এসপি) চাকরি থাকবে না, জেলা প্রশাসকদের (ডিসি) অন্য কোনো জায়গায় বদলি করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ইফতেখার আলম ওরফে খোকন। ‘দলের ডিসি-এসপিরাও’ বিষয়টি জানেন বলে মনে করেন এই আওয়ামী লীগ নেতা।
ইফতেখার আলম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তিনি মহানগর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক পদেও আছেন। ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের একটি অনলাইন পোর্টালে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইফতেখার ওই মন্তব্য করেন। তাঁর সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নানা আলোচনাও চলছে। ইফতেখার নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত।
ওই সাক্ষাৎকারে কাউন্সিলর ইফতেখার আলমকে বলতে শোনা যায়, ‘দলের এসপি জানে, এই সরকার না থাকলে আমার চাকরি থাকত না। ডিসি মনে মনে জানে, এ সরকার না থাকলে আমারে ট্রান্সফার (বদলি) করে দিব, কোন জায়গায় কোন শাস্তি দিব।’
উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ২০২৩-২৪ অর্থবছরে ৬৯৫ কোটি ৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেন। ওই বাজেট ঘোষণার অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাঁর কথা শোনেন না। তাঁরা দুই সংসদ সদস্যের কথা শোনেন।
মেয়র আইভীর ওই অভিযোগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইফতেখার আলম বলেন, ‘তিনি (আইভী) খালি কইবো পুলিশ তারে সহযোগিতা করে না। আপনাকে কেন সহযোগিতা করবে, আজকে নারায়ণগঞ্জ শহরে শেখ হাসিনার পক্ষের জন্য আপনি এমন কিছুই তো দেখাইতে পারলেন না। কেমনে পারবেন? আজকে যদি ৩৬টা কাউন্সিলরের সঙ্গে আপনার (আইভীর) ভালো সর্ম্পক থাকত, আমরা শামীম ওসমানের রাজনীতি করতাম না, আপনার নেতৃত্বে রাজনীতি করতাম। এখন এই টিভির মাধ্যমে বললাম, শামীম ওসমান শুনলে আমারে বার করে দিব।’
কাউন্সিলর ইফতেখার আলম বলেন, ‘আজকে সারা নারায়ণগঞ্জের আওয়ামী লীগকে বকতাছে, শেখ হাসিনাকে নিয়ে উচ্চবাচ্য, নারায়ণগঞ্জের বিএনপি কথা বলতাছে, নানান কিছু বলতাছে। মেয়র কন, বড় বড় নেতা কন, এত বড় বড় পোস্ট লইয়া বইয়্যা রইসে, বলতাছে, এসপি হুনে (শোনে) না আমার কথা, ডিসি হুনে না। হুনব কিয়ের লাইগ্যা। আপনাকে পাস করাইলে কী লাভ হয় দেশের? দলের কী লাভ হয়? আজ দলের এসপি জানে, এই সরকার না থাকলে আমার চাকরি থাকত না। ডিসি মনে মনে জানে, এই সরকার না থাকলে আমারে ট্রান্সফার (বদলি) করে দিব, কোন জায়গায় কোন শাস্তি দিব। আপনার (নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী) ভেতরে তো ভয় নেই, এই সরকার না থাকলে আপনার কিছু হইব?’
মেয়র আইভীর উদ্দেশে ইফতেখার আলম আরও বলেন, ‘আজকে শামীম ওসমান এত বড় জনসভার ডাক দিছে। বিএনপিকে হুমকি–ধামকি দিতাছি, আমি আমার এলাকা থেকে এত লোকজন নিয়ে জনসভায় যামু। বিএনপি আইলে তো একসময় আমাকেও দৌড়ানি দিতে পারে। ওনারে (আইভী) আর দিত না। ওনারে আরও বহাইয়া আরামে রাখব, এই আমলেও দিব না, ওই আমলেও দিব না। ওনারই তো সব আমল।’
আরেক প্রশ্নের জবাবে ইফতেখার আলম বলেন, ‘অন্য আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে থাকতে পারলে শামীম ওসমান থাকতে পারব না কেন? দেশ ছাইড়া পালায় আত্মগোপন করে কারা? যাদের সঙ্গে কারও কোনো লিয়াজোঁ নেই। যাদের সঙ্গে যাদের সর্ম্পক নেই, কট্টর। আমি আওয়ামী লীগের কট্টর, এটার ভেতরে কোনো আপস নেই। যদি অন্যান্য আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে থাকতে পারে, শামীম ওসমান থাকতে পারব না কেন?’
বক্তব্য প্রসঙ্গে কাউন্সিলর ইফতেখার আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর বক্তব্য পুরোপুরি আসেনি। তাঁর বক্তব্য আংশিক এসেছে। তাই আজ মঙ্গলবার অনলাইন পোর্টালটি পুরো বক্তব্য দেবে। পুরো বক্তব্য দিলে তিনি এ বিষয়ে বক্তব্য দেবেন। এর বাইরে তিনি কোনো কথা বলতে রাজি হননি।