গিজারের নল খুলে গরম পানিতে ঝলসে যাওয়া উমাইরা মারা গেছে

গরম পানিতে ঝলসে মারা যাওয়া শিশু উমাইরা বিনতে সুলাইমান (৮)ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় পানি গরম করার গিজারের নল খুলে গরম পানিতে ঝলসে যাওয়া উমাইরা বিনতে সুলাইমান (৮) মারা গেছে। আজ শুক্রবার ভোর ছয়টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উমাইরা সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডেলিপাড়া এলাকার সৌদি আরবপ্রবাসী মোহাম্মদ সুলাইমানের মেয়ে। সে সাতকানিয়া পৌরসভা সদরের টিঅ্যান্ডটি আল মসজিদুন নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, উমাইরা সাতকানিয়া পৌরসভা সদরের টিঅ্যান্ডটি এলাকায় নানার পরিবার ও মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকত। ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উমাইরা বাসার শৌচাগারে যায়। এ সময় শৌচাগারের পানি গরম করার গিজারের নল খুলে গিয়ে গরম পানিতে শরীরের কিছু অংশ ঝলসে যায় তার। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়। আজ ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই উমাইরার মৃত্যু হয়েছে।

শিশুটির মামা মোহাম্মদ সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমার ছোট বোনের স্বামী সৌদি আরবে থাকায় আমার বোন ও তাঁর একমাত্র মেয়ে ভাড়া বাসায় থাকত। গত শনিবার সন্ধ্যায় বাথরুমের গিজারের নল খুলে গিয়ে গরম পানিতে ভাগ্নির শরীর ঝলসে গিয়েছিল। সেখান থেকেই তার মৃত্যু হয়।’

সাতকানিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, উমাইরার শরীরের ৩০ শতাংশ ঝলসে গিয়েছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।