নোয়াখালী হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনায় ২৪ যাত্রীকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়েছে। তবে আজ শনিবার সকাল পর্যন্ত এক যাত্রী নিখোঁজ রয়েছেন।
উপজেলার চরআতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদী উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম মো. শাহজাহান (৪০)। তিনি উপজেলার তমরদ্দী ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। তাঁকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন স্থানীয় লোকজন ও কোস্টগার্ড।
স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলার চরআতাউর থেকে তমরদ্দী ইউনিয়নের কোরালিয়া ঘাটের উদ্দেশে ২৫ শ্রমিক নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ছেড়ে যায়। মেঘনা নদীর মাঝপথে এলে ইঞ্জিনচালিত বোটটি উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। পরে কাছাকাছি এলাকায় থাকা একটি মাছ ধরা ট্রলারের জেলেরা ২৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেন। কিন্তু এ ঘটনায় এখনো একজন যাত্রী নিখোঁজ রয়েছেন।
হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার প্রবীর কুমার বলেন, নদী উত্তাল রয়েছে। তীব্র ঢেউয়ের মুখে পড়ে বোটটি ২৫ শ্রমিক নিয়ে নদীতে ডুবে যায়। পরে ২৪ জনকে উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ডের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।