সোনারগাঁয়ে সেলুনের এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হৃদয় হাসানও (৩৭) মারা গেছেন। আজ শনিবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হৃদয় হাসান উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে। এর আগে গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় ওই সেলুনের মালিক আশরাফুল ইসলামের (৩১) মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কাঁচপুর এলাকার কারিনা টাওয়ারের পাশে ‘আদব সেলুন’ নামের একটি সেলুনে গত রোববার ঈদের দিন সকালে চুল কাটাতে যান হৃদয় হাসানসহ তাঁর বন্ধুরা। সকাল ছয়টার দিকে হঠাৎ সেলুনের এসি বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে হৃদয় হাসান ও সেলুনের মালিক আশরাফুল ইসলাম গুরুতর দগ্ধ হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুরে আশরাফুল ইসলাম ও আজ দুপুরে হৃদয় হাসানের মৃত্যু হয়।

নিহত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি।