গাজীপুরে কারখানায় আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

একটি পোলট্রি খাদ্য তৈরি কারখানার গুদামে আগুন জ্বলছে। রোববার বেলা ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায়
ছবি: সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার একটি পোলট্রি খাদ্য তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা পৌনে ১টার দিকে উপজেলার বাঘের বাজার এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের তিনিটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার বেলা পৌনে ১টার দিকে বাঘের বাজার এলাকার কোয়ালিটি ফিড মিল নামের পোলট্রি খাদ্য তৈরির একটি কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন কারখানাটির গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায়
ছবি: সংগৃহীত

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বলেন, কারখানার গুদাম থেকে আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেই পরিকল্পনা করে কাজ শুরু করা হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা যায়নি।