৮ বছর পর সম্মেলন আজ, উৎসবের আমেজে নেতারা

দীর্ঘদিন পর ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। প্রতীক্ষিত সম্মেলন উপলক্ষে নেতা–কর্মীদের মধ্যে উৎসবমুখর আমেজ বিরাজ করছে। শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন পদপ্রত্যাশীরা।

আজ সকালে দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে শুরু হবে এই সম্মেলন। গতকাল বুধবার দুপুরে মাঠে গিয়ে দেখা যায়, সম্মেলন উপলক্ষে নৌকার আদলে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। উপজেলার প্রতিটি সড়ক, অলিগলি সাজানো হয়েছে তোরণ ও ব্যানার–পোস্টারে।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া বলেন, সম্মেলনকে কেন্দ্র করে নবাবগঞ্জ উপজেলার থানা ও ওয়ার্ড পর্যায়ে তৃণমূল নেতা-কর্মীদের মধে৵ উৎসবের আমেজ বিরাজ করছে। এ সম্মেলনের মাধ্যমে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যোগ্য নেতা নির্বাচন করা হবে। ইতোমধ্যে নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, দলের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ মির্জা আজম। সম্মেলনের উদ্বোধন করবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শোল্লা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া ও বিআরডিবির চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেনের নাম শোনা যাচ্ছে। অপরদিকে সাধারণ সম্পাদক পদে শোনা যাচ্ছে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমানের নাম।