মাগুরায় সাকিব ও বীরেন শিকদারকে আওয়ামী লীগের সংবর্ধনা

মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদারকে আজ বুধবার আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। দুপুরে মাগুরা শহরের আছাদুজ্জামান মিলনায়তনে
ছবি: প্রথম আলো

মাগুরায় সংসদ নির্বাচনের এক মাস পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন স্থানীয় দুই সংসদ সদস্য। আজ বুধবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদারকে শুভেচ্ছা জানানো হয়। শহরের আছাদুজ্জামান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

বেলা একটার দিকে অনুষ্ঠান শুরু হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে দুই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে কেউ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেননি। বেলা পৌনে দুইটার দিকে অনুষ্ঠান শেষে সবাই মিলনায়তন ছেড়ে চলে যান।

জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭ জানুয়ারি নির্বাচনের বেসরকারি ফল ঘোষণার পর ওই দিন রাতেই ঢাকায় চলে যান সাকিব আল হাসান। এরপর চোখের সমস্যা ও বিপিএল নিয়ে ব্যস্ততার কারণে মাগুরায় সময় দিতে পারেননি। নির্বাচনের পর ৩১ জানুয়ারি প্রথমবার মাগুরায় এসে দুই দিন ছিলেন সাকিব। তাঁর ব্যস্ততার কারণে দলীয় নেতা–কর্মীদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে দেরি হয়েছে।

সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, নির্বাচনের পর মঙ্গলবার দ্বিতীয় দফায় মাগুরায় আসেন সাকিব। আজ সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার একটি বৈঠকে যোগ দিয়ে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের।

আরও পড়ুন