ঘোড়াশালে কাভার্ড ভ্যানের চাপায় তরুণীসহ দুজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদীর পলাশের ঘোড়াশালে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক তরুণীসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তিন বছর বয়সী এক শিশুসহ আরও চারজন। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের টান ঘোড়াশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম-পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তিনি হলেন পঙ্কজ নাথ (৪০)। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চোয়ারীখোলা গ্রামের সুরেন্দ্রনাথের ছেলে তিনি। এ ছাড়া আনুমানিক ২০ বছর বয়সী ওই তরুণীর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। হতাহত ব্যক্তিরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাঁচদোনা মোড় থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা শিশুসহ ছয় যাত্রী নিয়ে ঘোড়াশালের দিকে যাচ্ছিল। এ সময় ঘোড়াশালের প্রাণ-আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যান পাঁচদোনার দিকে আসছিল। বিকেল চারটার দিকে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের টান ঘোড়াশাল এলাকায় একটি ব্যক্তিগত গাড়িকে ওভারটেক করার সময় অটোরিকশাটি উল্টে সড়কে পড়ে যায়। ঠিক ওই সময়ে সামনে থেকে আসা একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়া অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে পঙ্কজ নাথ নিহত হন।

স্থানীয় লোকজন দুর্ঘটনাকবলিত অটোরিকশার ভেতর থেকে আহত পাঁচজনকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে তরুণীসহ তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে, শিশুসহ দুজনকে ঘোড়াশালের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে ওই তরুণীর মৃত্যু হয়। হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত শিশুসহ চারজনকে নরসিংদী সদর হাসপাতাল ও ঘোড়াশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পঙ্কজ নাথের স্ত্রী আহত সুইটি নাথ বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকা পঙ্কজ সম্প্রতি দেশে ফেরেন। শিবপুরে এক আত্মীয়ের বাড়িতে স্বামী-সন্তানসহ বেড়াতে গিয়েছিলেন তাঁরা। পাঁচদোনা মোড় থেকে ওই অটোরিকশায় করে কালীগঞ্জে ফিরছিলেন। এতে ঘটনাস্থলে তাঁর স্বামীর মৃত্যু হয় আর তিন বছর বয়সী সন্তান স্পন্দনকে নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ জানান, ওভারটেক করতে যাওয়া অটোরিকশাটি সড়কে উল্টে গেলে সামনে থেকে আসা একটি কাভার্ড ভ্যান এটিকে চাপা দেয়। এতে এক তরুণীসহ দুজন নিহত হন। নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।