উত্তরবঙ্গ দীর্ঘ সময় উন্নয়নবৈষম্যের শিকার: আখতার হোসেন

রংপুরের কাউনিয়ায় এক সম্প্রীতি ও ঐক্য সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আজ সোমবার দুপুরেছবি : প্রথম আলো

উত্তরবঙ্গ দীর্ঘ সময় উন্নয়নবৈষম্যের শিকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আজ সোমবার দুপুরে রংপুরের কাউনিয়ায় এক সম্প্রীতি ও ঐক্য সমাবেশ অনুষ্ঠানে আখতার হোসেন এ মন্তব্য করেন।

কাউনিয়ার মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল স্টুডেন্সস অ্যাসোসিয়েশন (আমসা) এ সম্প্রীতি ও ঐক্য সমাবেশ এবং নবীণবরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আখতার হোসেন বলেন, ‘আমাদের অপ্রাপ্তির অসংখ্য জায়গা রয়েছে। শুধু কাউনিয়া উপজেলা নয়, গোটা উত্তরবঙ্গ যেভাবে উন্নয়নবৈষম্যের শিকার হয়ে আসছে, প্রত্যেকটা বিষয়ে আমাদের দীর্ঘ সময়ের আক্ষেপ ও হতাশা রয়েছে। ঢাকা থেকে রংপুরে রেলপথে আসতে গেলে সিরাজগঞ্জ থেকে এত দূর ঘুরে বগুড়া হয়ে তারপর আমাদের আসতে হয়। যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ রেললাইন থাকত, রংপুর অঞ্চলের মানুষের ঢাকা থেকে রংপুর আসতে অন্তত চার ঘণ্টা সময় কম লাগত।’

ঈদ উপলক্ষে ‘স্পেশাল’ ট্রেনেও উত্তরাঞ্চল বৈষম্যের শিকার উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘দুর্ভাগের বিষয়, আমাদের উত্তরাঞ্চেলের মানুষকে ঈদের সময় ট্রেনের ছাদে করে আসতে হয়। আমাদের জন্য স্পেশাল ট্রেন থাকে না। রংপুরের মানুষ যাতে সহজে ঢাকা-রংপুর যাতায়াত করতে পারে, সে জন্য সড়কপথ ও রেলপথের যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের জন্য এনসিপি, বিএনপি, জামায়াত—সকলকে এই সুরে কথা বলতে হবে। উত্তরাঞ্চেলের স্বার্থে আমরা কখনো মতপার্থক্যকে প্রাধান্য দেব না।’

সম্প্রীতি ও ঐক্য সমাবেশে তিস্তা নদী সমস্যা নিয়েও কথা বলেন এনসিপির সদস্যসচিব। আখতার হোসেন বলেন, ‘যদি তিস্তা নদীকে শাসন করা হতো, বাঁধ থাকত, নদীর গভীরতা থাকত, পানির প্রবাহ সঠিকভাব হতো, তিস্তা নদীকে কেন্দ্র করে শিল্পাঞ্চল গড়ে উঠত। তাহলে এই নদী আমাদের জন্য কয়েকগুণ সৌভাগ্যের প্রতীক হতো। সম্প্রতি আমরা সে বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সরকার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশাবাদী, দলমতের পার্থক্য চাই না। আমরা আমাদের তিস্তা সমস্যার সমাধান চাই।’

কাউনিয়া উপজেলাকে পিছিয়ে পড়া অঞ্চল থেকে এগিয়ে নিতে শিক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আখতার হোসেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তির উপযোগী করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা ও ভর্তি–ইচ্ছুদের যে ধরনের পরামর্শ ও উদ্যোগ গ্রহণের প্রয়োজন, তা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

আমসার প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা, রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এ টি এম আজম খানসহ স্থানীয় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা বক্তব্য দেন।