মতলবে ২০ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ২০ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ওই দুই শিশু হচ্ছে তাসরিফ হোসেন (২) ও মো. জুনায়েদ (৭)। তাসরিফ উপজেলার পশ্চিম বাইশপুর গ্রামের তাজুল ইসলামের এবং মো. জুনায়েদ উপজেলার মোবারকদি গ্রামের মো. মাঈন উদ্দিনের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেল চারটার দিকে পশ্চিম বাইশপুর গ্রামে শিশু তাসরিফ বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। একসময় সবার অলক্ষ্যে সে ওই পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকেরা ওই পুকুরে তার ভাসমান নিস্তেজ দেহ দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আজ বেলা একটায় মোবারকদি গ্রামে শিশু জুনায়েদ বাড়ির পাশে খালপাড়ে খেলা করছিল। এ সময় তার অসুস্থ মা ঘরে ছিলেন। খেলতে খেলতে হঠাৎ জুনায়েদ খালের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা ওই খালের পানিতে শিশুটির ভাসমান দেহ দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জুনায়েদের চাচা মো. সালাউদ্দিন বলেন, জুনায়েদের বাবা ঢাকায় থাকেন। মা অসুস্থ, বেশির ভাগ সময় ঘরেই থাকেন। এ কারণে তাঁর ভাতিজার দিকে খেয়াল রাখতে পারেননি। এ ধরনের মৃত্যু মেনে নেওয়া কঠিন।

মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) সালেহ আহম্মেদ পানিতে ডুবে ওই দুই শিশুর মারা যাওয়ার বিষয়ে বলেন, দুটি ঘটনার কোনোটিতেই থানায় কোনো মামলা হয়নি।