সামনে বাঘ এলে কুড়ালই ছিল শেষ ভরসা

সুন্দরবন–সংলগ্ন আড়পাঙ্গাসিয়া নদীর চরে রাখা একটি নৌকায় বসে কওসার গাইন

খুলনার কয়রা উপজেলার গোলখালীর কওসার গাইন ৩৫ বছর ধরে সুন্দরবনের ওপর নির্ভরশীল। জীবনের তাগিদে মাছ ধরা, কাঁকড়া শিকার ও মধু সংগ্রহ করেন। সুন্দরবনেই বাঘের আক্রমণে তিনি বড় ভাই অমেদ আলীকে হারান। ৭ বছর আগে মধু সংগ্রহে গিয়ে নিজেও এক বাঘের মুখোমুখি হয়ে কুড়াল ও সঙ্গীদের সাহায্যে প্রাণে বাঁচেন। তবুও ‘পেট চালাতে’ মৃত্যুর ভয় ও বাঘের স্মৃতিকে সঙ্গী করে সুন্দরবনের পথে আবারও তার যাত্রা।