সামনে বাঘ এলে কুড়ালই ছিল শেষ ভরসা
খুলনার কয়রা উপজেলার গোলখালীর কওসার গাইন ৩৫ বছর ধরে সুন্দরবনের ওপর নির্ভরশীল। জীবনের তাগিদে মাছ ধরা, কাঁকড়া শিকার ও মধু সংগ্রহ করেন। সুন্দরবনেই বাঘের আক্রমণে তিনি বড় ভাই অমেদ আলীকে হারান। ৭ বছর আগে মধু সংগ্রহে গিয়ে নিজেও এক বাঘের মুখোমুখি হয়ে কুড়াল ও সঙ্গীদের সাহায্যে প্রাণে বাঁচেন। তবুও ‘পেট চালাতে’ মৃত্যুর ভয় ও বাঘের স্মৃতিকে সঙ্গী করে সুন্দরবনের পথে আবারও তার যাত্রা।