বুড়িচংয়ে হত্যার ২০ বছর পর মামলার রায়ে চারজনের মৃত্যুদণ্ড

আদালতের রায়
প্রতীকী ছবি

কুমিল্লা বুড়িচং উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। মামলার ২০ বছর পর মঙ্গলবার বেলা ৩টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

রায়ে দণ্ডিত ৪ জনকে ২০ হাজার টাকার জরিমানার আদেশ দেওয়া হয়। অপর ১২ আসামিকে খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের ইউসুফ মিয়া, খোকন মিয়া, আবদুল মালেক ও মফিজুল ইসলাম। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জগতপুর গ্রামের মনিরুল ইসলামের সঙ্গে এলাকার কয়েকজনের জমিজমা নিয়ে দ্বন্দ্ব ছিল। ২০০৩ সালের ৩১ আগস্ট সকাল সাড়ে ১০টায় মনিরুল ইসলাম দুধ বিক্রি করার উদ্দেশ্যে পায়ে হেঁটে বুড়িচং বাজারে যাচ্ছিলেন। যাওয়ার পথে নজরুল ইসলামের বাড়ির সামনের সড়কে পৌঁছামাত্র আসামিরা মনিরুলকে রামদা দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে কুমিল্লা জেনারেল হাসপাতালের ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুর সোয়া ১২টায় তিনি মারা যান।

এ ঘটনায় মনিরুল ইসলামের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের বিরুদ্ধেই ২০০৪ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে ১৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ হয়। দীর্ঘ শুনানির পর মঙ্গলবার এ রায় ঘোষণা করা হলো।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ সেলিম মিয়া বলেন, আশা করছি উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।