‘শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্বাস্থ্য অলিম্পিয়াড’

নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের মিলনায়তনে আজ শুক্রবার স্বাস্থ্য অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।ছবি: প্রথম আলো

যক্ষ্মার বিস্তার রোধ ও স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো স্বাস্থ্য অলিম্পিয়াড শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে এ আয়োজনের শুরু জয়। এতে চার শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়ন এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিচালনায় প্রথম আলো এই স্বাস্থ্য অলিম্পিয়াডের আয়োজন করেছে। এতে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা।

ভাপসা গরম উপেক্ষা করে সকাল আটটা থেকে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তন চত্বরে জড়ো হতে শুরু করে। সকাল সোয়া নয়টায় কলেজের রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আসাদুল ইসলাম বেলুন উড়িয়ে স্বাস্থ্য অলিম্পিয়াডের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বিপুল করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। পরে শিক্ষার্থীদের মিলনায়তনের ভেতরে প্রবেশ করানো হয়। সেখানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন উদ্বোধক আসাদুল ইসলাম। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন নাটোর সিভিল সার্জন অফিসের ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স মেডিকেল অফিসার সাদিকুল হক।

আরও পড়ুন

অনুষ্ঠানে আসাদুল ইসলাম বলেন, সুস্থ জাতি গঠনে শিশু–কিশোরদের স্বাভাবিক বিকাশ অপরিহার্য। শিশু–কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ গঠনে স্বাস্থ্য অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাজটি শুরু করার জন্য তিনি ইউএসএইড,আইসিডিডিআরবি প্রথম আলোকে ধন্যবাদ জানান। এরপরই শুরু হয় প্রতিযোগিতা ও প্রশ্নোত্তর পর্ব।

উদ্বোধনী পর্বে আরও উপস্থিত রয়েছেন আইসিডিডিআরবির প্রোগ্রাম অফিসার বিনয় চন্দ্র সরকার, চিকিৎসক রহমান, বন্ধুসভার উপদেষ্টা নবাব সিরাজ–উদ–দৌলা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সেলিম রেজা ও প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করছেন বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক। তাঁকে সহযোগিতা করেন বন্ধুসভার সভাপতি মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক সুজন কুমার শীল।

আরও পড়ুন