স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে শোকজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়িয়েছেন এক চিকিৎসক। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানোয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের দায়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এবং ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস এই সিদ্ধান্ত নিয়েছেন।