পাহাড় কেটে মাটি বিক্রি, দুই লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গতকাল রাতে খাগড়াছড়ির দীঘিনালার ছোট মেরুং এলাকায়ছবি: সংগৃহীত

মাটি বিক্রির জন্য রাতের অন্ধকারে কাটা হচ্ছিল পাহাড়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাতেনাতে একজনকে আটকের পর দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকায় পরিচালনা করা হয় এ অভিযান।

যে ব্যক্তিকে জরিমানা করা হয়েছে, তাঁর নাম মো. নুরুল হক। তিনি ছোট মেরুং এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ।

ইউএনও মো. মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, বেশ উঁচু পাহাড়টি অনুমোদনহীনভাবে কেটে প্রায় সমান করে ফেলা হয়েছে। প্রশাসনকে ফাঁকি দিতে রাতের বেলায় পাহাড় কাটা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. নুরুল হককে আটক করা হয়। তাঁকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় পাহাড়ের মাটি কেটে বিক্রি করে আসছে একটি চক্র। মেরুং এলাকার বাসিন্দা মো. সোলাইমান বলেন, এলাকায় গত পাঁচ বছরে ছোট-বড় কমপক্ষে ১০০ টিলা-পাহাড় কেটে সমান করা হয়েছে। কেউ মাটি বিক্রি করার জন্য পাহাড় কাটেন, কেউবা ঘর করার জন্য। প্রশাসন জেল-জরিমানা করলে কিছুদিন বন্ধ রেখে পুনরায় মাটি কাটা শুরু হয়।