পঞ্চগড়ে মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বিপন্ন বাগাড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে ৩২ কেজি ওজনের একটি বাগাড় ধরা পড়ে
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তঘেঁষা মহানন্দা নদীতে ৩২ কেজি ওজনের একটি বাগাড় ধরা পড়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার সরদারপাড়া এলাকাসংলগ্ন মহানন্দা নদীতে একদল পাথরশ্রমিকের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় ব্যক্তিরা বলেন, মহানন্দা নদীর পানি কিছুটা কমে যাওয়ায় ২৪ পাথরশ্রমিক বড় জাল নিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে তাঁদের জালে বড় একটি বাগাড় আটকা পড়ে। এর ওজন ৩২ কেজি।

এদিকে এত বড় মাছ ধরার খবর ছড়িয়ে পড়লে নদীসংলগ্ন রাস্তায় শত শত মানুষ জড়ো হয় মাছটি দেখতে। পরে পাথরশ্রমিকেরা নিজেদের মধ্যে মাছটি ভাগ-বাঁটোয়ারা করে নেন।

আরও পড়ুন

পাথরশ্রমিক জাহাঙ্গীর আলম বলেন, গতকাল তাঁরা ২৪ জন মিলে নদীতে জাল ফেলে মাছ ধরতে যান। পাথর তোলা একটি গভীর গর্তে জাল ফেলে মাছ খোঁজার সময় বিপ্লব নামের একজনের পায়ে বড় আকৃতির একটি মাছ লাগে। তিনি চিৎকার দিলে তাঁরা সবাই পানিতে ডুবে মাছ খুঁজতে থাকেন। পরে কয়েকজন মিলে মাছটি ধরেন। ওজন মেপে দেখা গেছে, মাছটি ৩২ কেজির। পরে তাঁরা ২৪ জন মিলে মাছটি ভাগ করে নিয়েছেন।

বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২২-এর তফসিল অনুযায়ী, বাগাড় বিপন্ন প্রজাতির। তাই এর শিকার ও বেচাকেনা নিরুৎসাহিত করা হয়েছে। তবে মৎস্য বিভাগের কর্মকর্তাদের ভাষ্য, বাগাড় মাছ সংরক্ষিত বন্য প্রাণী আইনে চলে গেছে। মৎস্য সংরক্ষণ আইনে না থাকায় তাঁরা শিকার ও বিক্রি বন্ধে কোনো পদক্ষেপ নিতে পারছেন না।

আরও পড়ুন

তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকার বাসিন্দা মো. মিলন হোসাইন বলেন, ‘গতকাল দুপুরে আমি বাড়িতেই ছিলাম। খবর পেলাম মহানন্দা নদীতে বড় আকারের একটা মাছ ধরা পড়েছে। আমার চার বছর বয়সী মেয়েকে নিয়ে সেখানে যাই মাছটি দেখতে। শত শত মানুষের ভিড়। পরে অনেক কষ্টে আমার মেয়েকে মাছটি দেখাই। আমরা কয়েকজন মিলে মাছটি কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। তবে যারা মাছটি ধরেছেন, তাঁরা বিক্রি করতে রাজি হননি।’