গোপালগঞ্জ সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দুর্গাপুর ইউনিয়নের কাটরবাড়ী গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে অপূর্ব রায় (৩২) ও গোপালগঞ্জ পৌরসভার বেদগ্রাম এলাকার বাবলু শেখের ছেলে তরিকুল শেখ (৩০)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসীর উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, অপূর্ব রায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। আর তরিকুল শেখ গোপালগঞ্জ বড়বাজারে চালের ব্যবসা করতেন। দুই বন্ধু মিলে কাজ শেষে মোটরসাইকেলে কোটালীপাড়া থেকে গোপালগঞ্জে ফিরছিলেন। পথে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে তাঁরা গুরুতর আহত হন।
স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।