ঈদে রংপুর জিলা স্কুলের ৫৩টি ব্যাচের ক্রিকেট উৎসব

রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ক্রিকেট উৎসব শুরু হয়েছে। খেলার একটি মুহূর্ত। আজ সকালে স্কুলের মাঠে
ছবি: প্রথম আলো

রংপুর জিলা স্কুলের ক্রিকেট ঐতিহ্য রয়েছে। সেই ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে এবার ঈদের ছুটিতে ৫৩টি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ক্রিকেট উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ‘বটতলা সিপাহি’ বনাম ‘ডাগআউট’ দলের খেলার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন হয়। এ উপলক্ষে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে প্রিয় স্কুল প্রাঙ্গণের মাঠ। এ যেন প্রাণের মিলনমেলা।

আলোকসজ্জায় সেজেছে পুরো স্কুল। বাহারি রঙের টি–শার্ট সবার গায়ে। বাদ্য বাজছে। ঈদ করতে বাড়িতে আসা রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা একনজর ঘুরে যাচ্ছেন তাঁদের প্রিয় বিদ্যাপীঠে। কেউ সন্তানদের নিয়েও ঘুরছেন-ফিরছেন। আনন্দ-উচ্ছ্বাসের কোনো কমতি নেই। খেলায় অংশ না নেওয়া শিক্ষার্থীরাও ক্রিকেট উৎসবে মেতে উঠেছেন। এ উৎসবের আমেজ পুরো রংপুর শহরে ছড়িয়ে পড়েছে।

ঈদ করতে বাড়িতে আসা রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা ক্রিকেট উৎসব উপলক্ষে একনজর ঘুরে যাচ্ছেন তাঁদের প্রিয় বিদ্যাপীঠে। এ যেন মিলন মেলা। আজ সকালে স্কুলের মাঠে
ছবি: প্রথম আলো

নগরের প্রধান সড়কে অবস্থিত রংপুর জিলা স্কুল ১৮৩২ সালে প্রতিষ্ঠিত হয়। স্কুলের প্রধান ফটক পেরিয়ে দুটি বিশাল মাঠ। এই দুই মাঠের মাঝখান দিয়ে চলে গেছে একটি পাকা সড়ক। সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশে পূর্ব-পশ্চিমে বিশাল দুই মাঠে চলছে ক্রিকেট উৎসব। ৫৩টি ব্যাচের হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বিদ্যালয়টি।

আয়োজক সূত্রে জানা যায়, এই ক্রিকেট উৎসবে ১৯৭১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এসএসসির ৫৩টি ব্যাচের ২০টি দল গঠন করা হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীরাই এ উৎসবে অংশ নিয়েছেন। ১৯৭১-২০০০ পর্যন্ত ৬টি দল, ২০০১-২০০৭ পর্যন্ত ৬টি এবং ২০০৮-২০২৩ পর্যন্ত ৮টি দল গঠন করা হয়েছে। কাল শনিবার দিনব্যাপী একাধিক খেলা রয়েছে। আগামী রোববার ফাইনাল অনুষ্ঠিত হবে।

রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ক্রিকেট উৎসব ঘিরে স্কুল সেজেছে নতুন রূপে
ছবি: প্রথম আলো

এ উৎসবের অন্যতম সংগঠক রংপুর আইনজীবী কলেজের অধ্যক্ষ সাজেদ হোসেন। রংপুর জিলা স্কুলের প্রাক্তন এই শিক্ষার্থী ‘টিম থান্ডার্স’ দলের চেয়ারম্যান হয়েছেন। তিনি বলেন, চার বছর ধরে এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারের উৎসব আগের বছরের থেকে আরও বেশি জাঁকজমক। আরও বেশি উদ্দীপনা। মাঠজুড়ে সাজ সাজ সাজ রব। বয়স্ক প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে খেলা নিয়ে উত্তেজনা বেশি।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে জেলার ক্রিকেট অঙ্গনে অবদান রয়েছে, এমন ব্যক্তিদের মধ্যে অনেকেই অংশ নিয়েছেন এ উৎসবে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য রংপুর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত চিকিৎসক জাভেদ আখতার, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুজ্জামান রাকিব। তাঁরা একসময় রংপুর জেলা ক্রিকেট দলের অলরাউন্ডার ছিলেন। ক্রিকেট আম্পায়ার শুভরঞ্জন বাবলু, জিয়াউর রহমানসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার, সংগঠকও রয়েছেন।

চিকিৎসক ও জেলার সাবেক ক্রিকেট অলরাউন্ডার জাভেদ আখতার বললেন, এ উৎসবের মাধ্যমে নানা বয়সের প্রাক্তন শিক্ষার্থীরা একসঙ্গে হতে পারছেন। এ যেন এক মিলনমেলা। এ খেলা প্রতিবছর অব্যাহত থাকবে।