অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল বিমা কর্মকর্তার

লাশ
প্রতীকী ছবি

ঢাকা থেকে বাসে করে বরিশালে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ হারালেন এক জীবন বিমা কর্মকর্তা। তাঁর নাম দেলোয়ার হোসেন (৪০)। বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

দেলোয়ার হোসেন বরিশাল নগরের দক্ষিণ রূপাতলী এলাকার  মৃত আশ্রাব আলী হাওলাদারের ছেলে। তিনি ঢাকায় একটি জীবন বিমা কোম্পানিতে চাকরি করতেন।

পুলিশ ও স্বজনেরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শ্যামলী থেকে সুগন্ধা পরিবহনের একটি বাসে করে বরিশালের উদ্দেশে রওনা দেন দেলোয়ার। রাত আটটার দিকে বাসটি বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে পৌঁছালে অন্য যাত্রীরা তাঁকে অজ্ঞান অবস্থায় পান। এরপর স্বজনেরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ দুপুরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চাকরির কারণে ঢাকায় থাকলেও দেলোয়ার হোসেন প্রতি সপ্তাহে বরিশালে আসতেন বলে জানান তাঁর বড় ভাই মো. আলাউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আমার ভাইয়ের জীবনটাই শেষ হয়ে গেল। ওর স্ত্রী ও চার মেয়েসন্তান রয়েছে, এখন ওদের কে দেখবে?’

জানতে চাইলে বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ছগির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।