ভূঞাপুরে ধর্ষণ মামলায় আ.লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ুমিছিল

ধর্ষণ
প্রতীকী ছবি

টাঙ্গাইলে কিশোরীকে ধর্ষণ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ভূঞাপুর উপজেলা সদরে ঝাড়ুমিছিল হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ‘ভূঞাপুরের সচেতন নারী সমাজ’-এর ব্যানারে মিছিলটি ভূঞাপুর পৌরসভা কার্যালয়ের সামনে শুরু হয়। পরে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গোলাম কিবরিয়া ওরফে বড় মনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব। তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের বড় ভাই।

মিছিলে দুই শতাধিক নারী অংশ নেন। তাঁরা গোলাম কিবরিয়াকে গ্রেপ্তারের দাবি জানান।

প্রসঙ্গত, গত বুধবার রাতে এক কিশোরী বাদী হয়ে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে। মামলায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা বলে উল্লেখ করা হয়। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়। গত বৃহস্পতিবার ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এতে কিশোরী অন্তঃসত্ত্বার প্রমাণ মিলেছে বলে মেডিকেল বোর্ড সূত্র জানিয়েছে। ডাক্তারি পরীক্ষার পর বৃহস্পতিবার ওই কিশোরী টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেয়। পরে তাকে তার ফুফুর হেফাজতে দেন আদালত।