বেনাপোলে বিদেশি মুদ্রা–মদসহ তরুণ আটক
যশোরের বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ৫১ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা, আট বোতল মদসহ এক তরুণকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা। আটক ব্যক্তির নাম আশিক মিয়া (২৬)।
আজ শনিবার ভারত থেকে ফেরার সময় তাঁকে আটক করা হয়। পরে আশিক মিয়াকে বেনাপোল বন্দর থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিজিবি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আশিক মিয়া শরীয়তপুরের জাজিরা উপজেলার কলিম উল্লাহ মাস্টার কান্দি (ঢংগী কান্দি) গ্রামের নুরুল হক মোল্লার ছেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আজ সকালে বেনাপোল আইসিপি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে বিজিবির সদস্যদের নিয়মিত তল্লাশি চলছিল।
এ সময় ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্টধারী ওই যাত্রীর ব্যাগে ২২ হাজার ৩০০ ইউএস ডলার, ৫৭ হাজার সৌদি রিয়াল, ১০ হাজার কানাডিয়ান ডলার, ৭২০ ভারতীয় রুপি ও ৮ বোতল বিদেশি মদ পাওয়া যায়।
জানতে চাইলে বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তির কাছ থেকে ৫১ লাখ ১৮ হাজার টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা ও মদ জব্দ করা হয়েছে। তাঁকে বেনাপোল বন্দর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।