পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা, ছোট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

লাশ
প্রতীকী ছবি

কুমিল্লা নগরের গোবিন্দপুর রেলক্রসিং এলাকায় আজ সোমবার দুপুরে এক ব্যক্তিকে রেললাইনের পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, নিহত ব্যক্তির ছোট ভাই পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটিয়েছেন।

নিহত ব্যক্তির নাম মো. জাহিদ (৪০)। তাঁর ছোট ভাইয়ের নাম মো. মাসুম। জাহিদ সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত জাহিদের মাথায় ও শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন আছে।

গোবিন্দপুর এলাকার অন্তত তিনজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, জাহিদ স্ত্রী-সন্তান নিয়ে গোবিন্দপুর এলাকায় বাড়িতে থাকেন। মাসুম অন্যত্র থাকেন। জমির ভাগ–বাঁটোয়ারা নিয়ে মাসুম প্রায়ই এসে জাহিদের সঙ্গে ঝগড়া করেন। আজ বেলা তিনটায় মাসুম বাড়ি গিয়ে জাহিদের কাছে জমির ভাগ ও টাকা দাবি করেন। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম বাড়ির পাশের (ঢাকা-চট্টগ্রাম) রেললাইন থেকে পাথর নিয়ে উপর্যুপরি বড় ভাইয়ের মাথায় ও শরীরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যান। তখন মাসুম পালিয়ে যান।

জাহিদের মেয়ে সুমাইয়া আক্তার বলেন, ‘বাবা আর চাচার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আমি ঘটনার সময় কারখানায় কাজে ছিলাম। সেখানে শুনলাম, চাচা আমার বাবাকে মেরে ফেলেছেন। আমি এর বিচার চাই।’

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, জাহিদ ও মাসুম দুজনই মাদকসেবী। তাঁদের বিরুদ্ধে মাদক কেনাবেচা করার অভিযোগে থানায় মামলাও আছে। হত্যাকাণ্ডের পুলিশ বিষয়টি তদন্ত করছে। জাহিদের মাথায় আঘাতে চিহ্ন আছে। মাসুম বর্তমানে পলাতক।