কোরবানির মাংস নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন, ছোট ভাইসহ দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

নিহত সাহেদ হোসেন ও রুমন আহমেদছবি: সংগৃহীত

কোরবানির মাংস নিয়ে শ্বশুবাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় সাহেদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর ছোট ভাই রুমন আহমেদও (২২) প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বড়লেখা থানার পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে কোরবানির মাংস নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন সাহেদ। সঙ্গে ছিলেন ছোট ভাই রুমন। সন্ধ্যা ৭টার দিকে কাঁঠালতলী বাজারের কাছে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের সামনে বিপরীতমুখী প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সাহেদ মারা যান। গুরুতর আহত হন রুমন।

স্থানীয় লোকজন রুমনকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থার অবনতি হলে তাঁকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) নিউটন দত্ত রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। এক ভাইয়ের (সাহেদ) মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পরপরই আরেক ভাইয়ের (রুমন) মৃত্যুর খবর মেলে।’

পুলিশ কর্মকর্তা নিউটন দত্ত আরও বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই ভাইয়ের লাশ হস্তান্তর করা হয়েছে।