বরিশালে ফরচুন শুজের গুদামে আগুন
বরিশাল নগরের কাউনিয়া বিসিক শিল্পনগরীর রপ্তানিমুখী জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরচুন শুজের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সোয়া তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বরিশালের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করে যাচ্ছে। তবে বিকেল সাড়ে পাঁচটার দিকেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফরচুনের কর্মকর্তা, কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বেলা সোয়া তিনটার দিকে কাউনিয়া এলাকার বিসিক শিল্পনগরীর ফরচুন শুজ লিমিটেডের গুদামে আগুন লাগে। গুদামটি পাঁচতলা ওই কারখানার দ্বিতীয় তলায় অবস্থিত।
আগুন নেভানোর কাজে অংশ নেওয়া বরিশাল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফরচুন শুজের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, যে গুদামটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি একটি ছোট গুদাম। কারখানা আইনের শর্ত মেনে সেখানে বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। তা ছাড়া বিসিক শিল্পনগরীতে আজ সকাল থেকেই বিদ্যুৎ–সরবরাহ বন্ধ রয়েছে। তিনি জানান, আজ সরকারি ছুটি থাকায় কারখানার সব ইউনিট বন্ধ ছিল। শুধু একটি ইউনিটে শ্রমিকেরা কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের সময় সব শ্রমিক মধ্যাহ্নভোজের বিরতিতে কারখানার বাইরে ছিলেন। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।