সেন্ট মার্টিন উপকূলে উধাও মাছ
কক্সবাজারের প্রবালসমৃদ্ধ পাথুরে দ্বীপ সেন্ট মার্টিনের উপকূলকে মাছের খনি বলা হয়। তবে এখন সেখানে মাছের খরা চলছে। দ্বীপের আড়াই শ জেলের ট্রলারে মাছ ধরা পড়ছে না। বরং ঝাঁকে ঝাঁকে জেলিফিশ ও জেলিফিশ আকৃতির ক্ষুদ্র প্রাণী ‘জেলাটিনাস জুপ্লাঙ্কটন’ উঠে আসছে জেলেদের জালে।